নতুন উত্তেজনায় কাশ্মীর সীমান্ত
কাশ্মীর সীমান্তে গোলাগুলির গুঞ্জন, ভিন্নমত ভারতীয় সেনাবাহিনীর

- আপডেট সময় : ০৮:৫৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক হামলার ঘটনার পর টানা ১৯ দিন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলে, যা পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তৈরি করেছিল। যদিও পরিস্থিতি বর্তমানে শান্ত, তবে নতুন করে উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কাশ্মীর সীমান্তে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীও গুলি চালিয়েছে বলে জানানো হয়। সূত্র মতে, প্রায় ১৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে ভারতীয় সেনাবাহিনী এই খবর অস্বীকার করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, “কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা ছড়িয়েছে, তা ভিত্তিহীন। নিয়ন্ত্রণরেখা বরাবর কোনো সংঘর্ষ হয়নি।”
অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।