ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ১০:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদর বিজয় চত্বরে দেবীগঞ্জ সম্মিলিত সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে দেবীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। এ সময় সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তার নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চেতনার উপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, এই হত্যার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা চলছে, যা মুক্ত মতপ্রকাশ ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি।

বক্তারা আরও বলেন, তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এই ধরনের নৃশংসতার শিকার না হন। পাশাপাশি, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন—স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করেন, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১০:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদর বিজয় চত্বরে দেবীগঞ্জ সম্মিলিত সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে দেবীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। এ সময় সাধারণ মানুষও সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। তার নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চেতনার উপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, এই হত্যার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা চলছে, যা মুক্ত মতপ্রকাশ ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি।

বক্তারা আরও বলেন, তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এই ধরনের নৃশংসতার শিকার না হন। পাশাপাশি, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন—স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করেন, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।