ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সেনা-পুলিশের অভিযানে ৪ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, আটক একজন

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং নগদ ২ লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২ আগস্ট) রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া ও ময়দানদিঘী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় সেনা ক্যাম্পের মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, যেখানে সেনাবাহিনীর নিয়মিত টহল দল ও বোদা থানা পুলিশ অংশ নেয়।

ঘাগড়া এলাকা থেকে আটক হওয়া ব্যক্তি হলেন হেলাল উদ্দিন (৪০), যিনি স্থানীয় মৃত হাসান আলীর ছেলে। জানা গেছে, হেলাল পেশায় একজন সাইকেল মেকানিক হলেও দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হয়ে ভারত থেকে মাদক এনে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। তাকে পঞ্চগড় অঞ্চলের অন্যতম মাদক ডিলার হিসেবে বিবেচনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে। অভিযানের পর হেলাল উদ্দিনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে সেনা-পুলিশের অভিযানে ৪ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার, আটক একজন

আপডেট সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং নগদ ২ লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২ আগস্ট) রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া ও ময়দানদিঘী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় সেনা ক্যাম্পের মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়, যেখানে সেনাবাহিনীর নিয়মিত টহল দল ও বোদা থানা পুলিশ অংশ নেয়।

ঘাগড়া এলাকা থেকে আটক হওয়া ব্যক্তি হলেন হেলাল উদ্দিন (৪০), যিনি স্থানীয় মৃত হাসান আলীর ছেলে। জানা গেছে, হেলাল পেশায় একজন সাইকেল মেকানিক হলেও দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হয়ে ভারত থেকে মাদক এনে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। তাকে পঞ্চগড় অঞ্চলের অন্যতম মাদক ডিলার হিসেবে বিবেচনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে। অভিযানের পর হেলাল উদ্দিনকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হবে।