ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার সফর

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পর্যায়ের পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। অনুমতি ছাড়া দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা কক্সবাজার সফরে গেলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে। এরই প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয় সংশ্লিষ্ট নেতাদের কাছে।

যাঁরা এ নোটিশের আওতায় পড়েছেন, তারা হলেন—

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,

কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,

জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং

যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ

দলীয় সূত্রে জানা গেছে, এসব নেতা গত সপ্তাহে নিজেদের মধ্যে সমন্বয় করে কক্সবাজার ভ্রমণে যান। তবে এ ভ্রমণের বিষয়ে দলের রাজনৈতিক পর্ষদ বা কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কেউ অবগত ছিলেন না। এতে শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়টি সামনে আসে এবং দলীয় সিদ্ধান্তে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো ধরনের সফর বা কার্যক্রমে রাজনৈতিক পর্ষদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু উক্ত পাঁচ নেতা তা না করে কক্সবাজার ভ্রমণ করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। কেন তারা এমনটি করলেন, তার ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দলীয় অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তারই প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতারা শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে গেছেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে তরুণ নেতৃত্ব ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিতি পাচ্ছে। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখতে কেন্দ্রীয় নেতারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজার সফর

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৯:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পর্যায়ের পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। অনুমতি ছাড়া দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা কক্সবাজার সফরে গেলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে। এরই প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয় সংশ্লিষ্ট নেতাদের কাছে।

যাঁরা এ নোটিশের আওতায় পড়েছেন, তারা হলেন—

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,

কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,

জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং

যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ

দলীয় সূত্রে জানা গেছে, এসব নেতা গত সপ্তাহে নিজেদের মধ্যে সমন্বয় করে কক্সবাজার ভ্রমণে যান। তবে এ ভ্রমণের বিষয়ে দলের রাজনৈতিক পর্ষদ বা কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কেউ অবগত ছিলেন না। এতে শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়টি সামনে আসে এবং দলীয় সিদ্ধান্তে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো ধরনের সফর বা কার্যক্রমে রাজনৈতিক পর্ষদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু উক্ত পাঁচ নেতা তা না করে কক্সবাজার ভ্রমণ করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। কেন তারা এমনটি করলেন, তার ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দলীয় অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তারই প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতারা শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে গেছেন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে তরুণ নেতৃত্ব ও বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিতি পাচ্ছে। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখতে কেন্দ্রীয় নেতারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।