ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে যুবদল নেতার ওপর হামলা, মামলা দায়ের

আলিম আল রাজী বাপ্পি
  • আপডেট সময় : ০১:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সশস্ত্র হামলার শিকার হয়ে আহত হয়েছেন এক স্থানীয় যুবদল নেতা। শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তার ডান হাত ও একটি পা ভেঙে যায়।

ঘটনাটি ঘটে উপজেলার ছত্র শিকারপুর এলাকায়। জানা গেছে, বাবু বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল দুই পক্ষের মধ্যে। ওই জমি শাহনাজ বেগম নামের এক নারী বর্গা দিয়েছিলেন কৃষক আব্দুল বারেককে, যিনি কিছুদিন আগে সেখানে আমন ধানের বীজ রোপণ করেন।

ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ সফিকুল ইসলাম জমিতে ট্রাক্টর নিয়ে প্রবেশ করলে বারেক বাধা দেন। এরপর সফিকুল ও তার সহযোগীরা বারেকের ওপর লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালান। বারেককে মারধরের সময় ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাকেও নির্মমভাবে আঘাত করা হয়।

আহত অবস্থায় বারেক ও ওমর ফারুককে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহনাজ বেগম দেবীগঞ্জ থানায় মোট ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জে যুবদল নেতার ওপর হামলা, মামলা দায়ের

আপডেট সময় : ০১:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সশস্ত্র হামলার শিকার হয়ে আহত হয়েছেন এক স্থানীয় যুবদল নেতা। শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তার ডান হাত ও একটি পা ভেঙে যায়।

ঘটনাটি ঘটে উপজেলার ছত্র শিকারপুর এলাকায়। জানা গেছে, বাবু বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল দুই পক্ষের মধ্যে। ওই জমি শাহনাজ বেগম নামের এক নারী বর্গা দিয়েছিলেন কৃষক আব্দুল বারেককে, যিনি কিছুদিন আগে সেখানে আমন ধানের বীজ রোপণ করেন।

ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ সফিকুল ইসলাম জমিতে ট্রাক্টর নিয়ে প্রবেশ করলে বারেক বাধা দেন। এরপর সফিকুল ও তার সহযোগীরা বারেকের ওপর লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালান। বারেককে মারধরের সময় ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাকেও নির্মমভাবে আঘাত করা হয়।

আহত অবস্থায় বারেক ও ওমর ফারুককে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহনাজ বেগম দেবীগঞ্জ থানায় মোট ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।