ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার সাত

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
  1. গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, শুক্রবার রাতে হত্যায় সরাসরি সম্পৃক্ত পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে ধরা হয়।

এরপর মামলার বাকি দুই আসামি—পাবনার পাঁচবাড়িয়া এলাকার ফয়সাল হাসান (২৩) ও কুমিল্লার হোমনা উপজেলার শাহ জালাল (৩২)—কে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আটক সবার বিরুদ্ধে হত্যায় অংশ নেওয়ার প্রাথমিক প্রমাণ রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে তুহিনকে হত্যা করা হয়। ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্তদের স্পষ্ট দেখা যায়। পুলিশ জানায়, হত্যায় সরাসরি অংশ নিয়েছিল গ্রেপ্তার হওয়া এই সাতজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার সাত

আপডেট সময় : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  1. গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, শুক্রবার রাতে হত্যায় সরাসরি সম্পৃক্ত পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে ধরা হয়।

এরপর মামলার বাকি দুই আসামি—পাবনার পাঁচবাড়িয়া এলাকার ফয়সাল হাসান (২৩) ও কুমিল্লার হোমনা উপজেলার শাহ জালাল (৩২)—কে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, আটক সবার বিরুদ্ধে হত্যায় অংশ নেওয়ার প্রাথমিক প্রমাণ রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে তুহিনকে হত্যা করা হয়। ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অভিযুক্তদের স্পষ্ট দেখা যায়। পুলিশ জানায়, হত্যায় সরাসরি অংশ নিয়েছিল গ্রেপ্তার হওয়া এই সাতজন।